এপ্রিল, ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সোনালী রাজশাহী : আজ ১১ মে, ২০২৩ তারিখ বৃহস্পতিবার ১১:০০ টায় রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জাধীন জেলা/ইউনিটসমূহের সাথে এপ্রিল ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়। উল্লেখ্য এ মাসের ক্রাইম কনফারেন্সে রাজশাহী রেঞ্জাধীন বিভিন্ন জেলায় কর্মরত এএসপি(প্রবেশনার)গণ উপস্থিত ছিলেন। ডিআইজি মহোদয় তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এপ্রিল, ২০২৩ মাসে সিরাজগঞ্জ জেলা রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ৪ এপিবিএন, বগুড়াসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।