নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৮ বছর।
১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মহানগরীর বেলপুকুর থানাধীন রেলগেটের ১ কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী থেকে রাজশাহীগামী ট্রেনে পুঠিয়ার বেলপুকুর রেলগেট এলাকায় কাটা পড়ে মারা যান ওই অজ্ঞাত ব্যক্তি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়৷
বেলপুকুর থানার ওসি মোহা. মনিরুজ্জামান জানান, সকাল ১২টা ২৫ মিনিটের দিকে ঈশ্বরদী থেকে আসা ট্রেনে পড়ে অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। রেলওয়ে থানায় খবর দিলে তারা এসে লাশ নিয়ে গেছে ।