রাজশাহীর পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী মোহনপুর গ্রামের নিখোঁজ কাউসারের (১৩) সন্ধান এক মাসেও পাওয়া যায়নি।
গত (৪ জানুয়ারি) বুধবার দুপুর ১২ টার দিকে কাউসার তার হাফিজিয়া মাদ্রাসায় যাবার নাম করে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
নিখোঁজ কাউসার হোসেন উপজেলার ভালুকগাছি ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আব্দুস সোহবানের ছেলে। গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে সে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কাউসারের কোন সন্ধান পায়নি তার পরিবার। পরে এই ঘটনায় নিখোঁজ কাউসার হোসেনের মা পুঠিয়া থানায় একটি জিডি নং-(৭৮৬) করেছে।
কাউসারের মা জানান, অনেকদিন ধরে কাউসার একটি মোবাইল চাচ্ছিলো তার কাছে। তাদের অভাবের সংসার। মোবাইল দিতে না পারায় কাউসার হয়তো অভিমান করে বাড়ি ছেড়েছে। তার আরেক ছেলে অসুস্থ। কাউসার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে এটাই তাদের চাওয়া।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।