রাজশাহী রেঞ্জ, আরএমপি ও সকল ইউনিটের অফিসার ফোর্সদের সাথে আইজিপি মহোদয়ের বিশেষ মত বিনিময়সভা ।
২৩ নভেম্বর দুপুর ১২.৪৫ মিনিটের সময় রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে, রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহীস্থ সকল ইউনিটের অফিসার ফোর্সদের সাথে আইজিপি মহোদয়ের বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী ও জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী।
অনুষ্ঠানে আইজিপি মহোদয় অফিসার ফোর্সের বিভিন্ন আবেদন শোনেন। আইজিপি মহোদয় উন্নত বিশ্বের পুলিশের ন্যায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে উপস্থিত সকলকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহীস্থ সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।