নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর শনিবার দুপুর ১.৩০ ঘটিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য মহোদয় ও পুলিশ কমিশনার মহোদয়ের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এরপর তিনি মাননীয় উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জনাব মো: রফিকুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মো: একরামুল হক, পিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।