নিজস্ব প্রতিবেদক : নারীনেত্রী তসলিমার নেতৃত্বে লিটনের পক্ষে মাঠে নামছে নারী মুক্তি সংসদ। আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের সমন্বিত উন্নয়ন তুলে ধরতে এবার মাঠে নামতে যাচ্ছে দেশের বৃহত্তম নারী সংগঠন নারী মুক্তি সংসদ।
শনিবার সন্ধ্যায় নগরীর ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত নারী মুক্তি সংসদের জেলা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক তসলিমা খাতুনের নেতৃত্বে মেয়র প্রার্থী লিটনের পক্ষে জনমত তৈরি করে সমর্থন আদায়ে নগরজুড়ে লিফলেট বিতরণ করবেন সংগঠনটির নারী নেতাকর্মীরা।
নারীনেত্রী তসলিমা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নারীনেত্রী হিরা আক্তার, নাসরিন আক্তার, চায়না আক্তার প্রমুখ। নারী মুক্তি সংসদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শাহীনুর বেগম সভা পরিচালনা করেন। সভায় জেলা কমিটিসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেত্রীরা উপস্থিত ছিলেন