শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
আজ ১৪ ডিসেম্বর, ২০২২ ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। দিবসটি উপলক্ষে রেঞ্জ ডিআইজি, রাজশাহীর পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ রশীদুল হাসান, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ ), রাজশাহী রেঞ্জ মহোদয়।
- পরবর্তীতে জনাব মোঃ রশীদুল হাসান, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ ), রাজশাহী রেঞ্জ মহোদয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
পুস্পস্তবক অর্পনের সময় আরও উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রাজশাহী রেঞ্জসহ রেঞ্জ কার্যালয় ও জেলা পুলিশ, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।