নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে আটক করে।
আজ ৮ মার্চ বুধবার রাত ৪ ঘটিকা হতে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে শিবগঞ্জ ভুমি অফিসার ও থানা পুলিশ। পদ্মা নদীর ছাত্তার ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রাক্টরসহ ৩ জনকে আটক করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে তিন মাস করে এবং ১ জনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জুবায়ের হোসেন।
শিবগঞ্জ থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জুবায়ের হোসেন বলেন যারাই অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যাবস্থা নিব। তাদের ছাড় দিব না আমরা নদীর রক্ষার্থে নিয়মিত অভিযান চালিয়ে যাব। জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।