সোনালী রাজশাহী নিউজ: মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন।
শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটি।
রোববার (১৯ মার্চ ) উপজেলার কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
সকালে ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। চালক পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়