সোনালী রাজশাহী : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় রাজশাহী জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৪৮) নিহত হয়েছে। আহত হয়েছেন জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলাম ও রিক্সা চালক আক্তার হোসেন। শনিবার দুপুরে কাশিয়াডাঙ্গা সিটি বাইপাস রোডে এ ঘটনা ঘটে
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে শনিবার রাত ৯টায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন তাজবুল ইসলামকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান, বাগমারা উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক আর্ট বাবু, ডাক্তার ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন