সোনালী রাজশাহী ডেস্ক : বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল মধু ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করে।
সাতক্ষীরার কলারোয়ায় ভেজাল মধুর কারখানায় অভিযান চালিয়ে কামাল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলী গ্রামের রুহুল আমিনের ছেলে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার সিংগা গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু উৎপাদনকারী কামাল হোসেনকে আটক করা হয়। কামাল হোসেন ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নেই
এ সময় ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় ২০ মণ ভেজাল মধু জব্দ করা হয়। জব্দ করা ভেজাল মধু কেরোসিন ঢেলে নষ্ট করা হয়েছে। অভিযুক্ত কামাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. মোকলেছুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. নাজমুল হাসানসহ কলারোয়া থানা পুলিশ উপস্থিত ছিল।