সোনালী রাজশাহী খেলাধুলা:
নেপালের মাটিতে স্বাগতিকদের ফাইনালে হারিয়ে সাফ টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জেতে লাল-সবুজের দল। দুর্দান্ত এই সাফল্যের পর নারীদের প্রশংসায় ভাসিয়েছিল পুরো দেশ। শুধু তা-ই নয়, ফুটবলারদের বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তালিকায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক তুলে দিলেন বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস।
সাবিনা খাতুনরা সাফ জিতে দেশে ফেরার পরপরই তাদের পুরস্কৃত করার ঘোষণা দেয় বিসিবি। পুরস্কারের অর্থটা ছিল ৫০ লাখ টাকা।
অবশেষে পুরস্কারের সেই টাকা বৃহস্পতিবার বুঝে পেল নারী ফুটবলাররা। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিন চলাকালীন বিকেলে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রাব্বানী ছোটনসহ চারজন আসেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিনের খেলা শেষে বিসিবি তাদের হাতে পুরস্কারের চেক তুলে দেয়