বিএনপি-জামাত সরকারের শাসনামলে বিদ্যুতের জন্য বিদ্যুৎ অফিস ঘেরাও করতে হয়েছিলো, আন্দোলন-সংগ্রাম করতে হয়েছিলো জনগণের, আমাদের কৃষকদের ন্যায্যমূল্যে সার-তেল পাওয়ার কোন সুযোগ ছিলোনা, যাতায়াতের জন্য আমার এই সিংড়া চলনবিলের মানুষের জন্য কোন রাস্তা ও ব্রিজ ছিলোনা, তরুণদের সুশিক্ষা ও কর্মসংস্থানের কোন সুবিধা ছিলোনা
জুনায়েদ আহমেদ পলক বলেন আজ আমার সিংড়ার এবং বাংলাদেশের প্রতিটা ঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে, কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ করা হচ্ছে, আধুনিক সড়ক নির্মাণ করে দেওয়া হয়েছে, ব্রিজ নির্মান করে দেওয়া হয়েছে, সিংড়ার তরুণ-তরুণীদের জন্য উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আমরা এলাকার জনগণের উন্নয়ন, সেবা ও কল্যান নিয়ে কখনো আপোস করিনি। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার অনুসারী; আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের সেবায় কাজ করি, জনগণকে দেওয়া কথা রাখার চেষ্টা করি এবং জনগণের দাবি পূরণ করে আধুনিক জীবনব্যবস্থা নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করি।
সিংড়া-বলিয়াবাড়ী-নাজিরপুর রাস্তায় ৩৩৫০ মিটার চেঃ আত্রাই নদীর উপর ২৮৫ মিটার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মহেশচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে।