সোনালী রাজশাহী নিউজ : সিরাজগঞ্জ র্যাব-১২’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। আটক মোহাম্মদ ফারুক কুমিল্লার মুরাদনগরের পৈায়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় গাজা পরিবহনের ট্রাকটি জব্দ করা হয়েছে।
র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন জানান, রোববার ভোরে সিরাজগঞ্জ সদর থানাধীন বনবাড়িয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব১২ এর সদস্যরা মাদক বিরোধী অভিযান চালায়। এই সময় তার কাছ থেকে ১৩৭ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ করে।
মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক, ২৪ টি ড্রাম, ও মোবাইল জব্দ করা হয়।
আটককৃত ফারুক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে