সোনালী রাজশাহী: সূর্যকুমার-ডেভিডের ঝড়ে ৬ উইকেট ৩ বল হাতে রেখেই জয় পেল মুম্বাই। প্রথমে ব্যাটিং করে ২১২ রান সংগ্রহ করেও পাড় পেলনা রাজস্থান। সূর্যকুমার-ডেভিডের ঝড়ে ৬ উইকেট ও ৩ বল হাতে রেখেই জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকলো সবার জন্যই। যে ম্যাচে রাজস্থানকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই। টসে জিতে প্রথমে ব্যাটিং করে জয়সওয়ালের ১২৪ রানের উপর ভর করে ২১২ রানের বিশাল পুঁজি পায় রাজস্থান। তবে চলতি আইপিএলে ২০০’র উপরে সংগ্রহও যে নিরাপদ নয়, তা হয়তো সবাই আগেই জেনে গেছে।
২১৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় মুম্বাই। তবে কিশান ও ক্যামেরুন গ্রিনের ব্যাটে এগিয়ে জেতে থাকে মুম্বাই। ২৩ বলে ২৮ রান করে কিশান আউট হলেও, অন্যপ্রান্তে ঝড় তুলতে থাকেন গ্রিন। তবে তার ঝড় থামান অশ্বিন। বোল্টের কাছে ক্যাচ দিয়ে ২৬ বলে ৪৪ করে প্যাভিলিয়নে ফেরেন গ্রিন।
তবে এরপর তাণ্ডব চালিয়ে যায় সূর্যকুমার ও টিম ডেভিড। এই দুইজনের ব্যাটে চড়েই মূলত জয় পায় মুম্বাই। সূর্যকুমার ২৯ বলে ৫৫ করে ফিরলেও, ডেভিড অপরাজিত থাকেন ১৪ বলে ৪৫ রানে।
শেষ ওভারে তিন ছক্কা হাঁকান এই অজি ব্যাটার। যার ফলে তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় মুম্বাই। এই জয়েও তেমনটা লাভ হয়নি মুম্বাইয়ের। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে মুম্বাই। তবে টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে রাজস্থান। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই রইল তারা।