সেবার মানদণ্ডে দেশসেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
-
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়
০১:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
-
১১০
বার পড়া হয়েছে
সোনালী রাজশাহী : সেবার মানদণ্ডে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশে মোট ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। হাসপাতালের সেবা ও অন্যান্য মানদণ্ড বিবেচনা করে এ স্থান নির্ধারণ করা হয়। রোববার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত মূল্যায়নের সূচক প্রকাশ করেছে।
দুই বছর পর সেবার মানের দিক থেকে আবারও দেশ সেরা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। এ সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট ও তৃতীয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়নের সূচকে রামেক হাসপাতাল দেশ সেরা হিসেবে মর্যাদা পেয়েছে। বর্তমানে অধিদপ্তরের ওয়েবসাইটেও এ সূচকের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সেবার মানের দিক থেকে আবারও দেশ সেরা হওয়ায় মেডিকেলের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সভাপতির দায়িত্ব পাওয়ার পরে চিকিৎসা সেবা নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ ও মেডিকেল সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার কারণেই এই অর্জন। শুভেচ্ছা বার্তায় আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন তিনি।
ট্যাগস