সোনালী রাজশাহী খেলা : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। লোভনীয় সব পুরষ্কারের জন্য আইপিএলের সুনাম সবসময়ই। প্রায় সব ক্যাটাগরিতেই খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এই লিগে। তেমনই এক ক্যাটাগরি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তবে এই ক্যাটাগরিতে এগিয়ে থাকলে আসর চলাকালীনই একটি পুরষ্কারের ব্যবস্থা থাকে।
জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অসংখ্য ক্রিকেটার। অনেকে নিজেদের জাতীয় দলের খেলা রেখে নাম লেখান এই লিগে।
খেলা চলাকালীন যার উইকেট সবচেয়ে বেশি থাকে, ম্যাচে তিনি খেলেন বেগুনি রঙের টুপি পরে। এবারের আইপিএলে সেই টুপি নিয়ে ব্যাপক কোন্দল।
খেলা চলাকালীন যার উইকেট সবচেয়ে বেশি থাকে, ম্যাচে তিনি খেলেন বেগুনি রঙের টুপি পরে। এবারের আইপিএলে সেই টুপি নিয়ে ব্যাপক কোন্দল।
এবারের আসরের ৪১ ম্যাচ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট চেন্নাইয়ের তুষার দেশপান্ডের। নবীন এই বোলারের মোট উইকেট ১৭টি। তার পরপরই আছেন উদীয়মান তারকা আর্শদীপ সিং। পাঞ্জাব কিংসের এই তারকার উইকেট ১৫টি।
১৪ উইকেট নিয়ে তালিকার তিন এবং চারে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ এবং আফগান তারকা রশিদ খান। দুজনেই সমান ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১৪টি করে উইকেট। গুজরাটের মোহাম্মদ শামি, চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা, কলকাতার বরুণ চক্রবর্তীর উইকেট ১৩টি করে। এই তিনজন আছেন যথাক্রমে তালিকার পাঁচ, ছয় এবং সাতে