সোনালী রাজশাহী: এবার ফুটবল এবং বৈচিত্র্যের উদযাপনে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল লোগো উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। যৌথভাবে এই আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এখনও তিন বছরের বেশি সময় বাকি থাকলেও এরইমধ্যে পরবর্তী বিশ্বকাপের অফিশিয়াল লোগে উন্মোচন করেছে ফিফা।
এবারের লোগোর সামনে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বকাপের বাস্তব চিত্র। আর এর পেছনে গাঢ় করে টুর্নামেন্টের সময় অর্থ্যাৎ ২০২৬ সালকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি অফিশিয়াল লোগোতে ব্যবহৃত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসে ফিফা আয়োজিত এক অনুষ্ঠানে এই লোগো উন্মোচন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং দুবারের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও।
লোগো উন্মোচনের সময় ফিফা সভাপতি বলেন, ‘২০২৬ বিশ্বকাপটা অসাধারণ হবে। তিন দেশের আয়োজনে এই বিশ্বকাপ ফিফার জন্যও নতুন এক অভিজ্ঞতা। আমরা অতীতের সব বিশ্বকাপ ইভেন্টগুলোতে ছাড়িয়ে যেতে চাই। সবাইকে ২০২৬ বিশ্বকাপে স্বাগত। যে ১৬টি আয়োজক শহর নির্ধারণ করা হয়েছে, তার প্রত্যেকটিই ভিন্ন রং ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করবে।’