কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় তরিকুল ও কাশেম নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের হাটাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের খৈয়াখালী বাজার-কোরবানপুর সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাশদি গ্রামের রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২৯) ও ইমান আলীর ছেলে আবুল কাশেম (৩২)।
কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মাধবপুর হইতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা হয়ে বাঞ্চারামপুরে একটি মাদকের চালান যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় দুইজন লোক একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ তাদের দুইজনকে আটক করে।