ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ সহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে কসবা থানা এলাকায় ৫নং বিনাউটি ইউনিয়নের কসবা টু সৈয়দাবাদ রোডস্থ জনৈক রুবেল মিয়ার মুরগির খামারের পূর্বপাশে রাস্তার ওপর থেকে তিনজন মাদক ব্যবসায়ী ও একটি ট্রাকসহ ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মাদবপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর গ্রামের মো. বকুল ঢালীর ছেলে মো. মুন্ন ঢালী (২৪) ও একই জেলার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে মো. রাসেল (২৫)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আরটিভি নিউজকে বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশের বিশেষ অভিযানের টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আসামিদের বিরুদ্ধে কসবা থানার মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ধরনের মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।