রাজশাহীতে ৪র্থ ডোজ টিকাদান কর্মসূচির উদ্বোধন ও টিকা গ্রহণ করলেন আরএমপি পুলিশ কমিশনার।
আজ ২০ ডিসেম্বর, ২০২২ সকাল ১১.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোভিড-১৯ এর ৪র্থ ডোজ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং তিনি নিজে টিকা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এলআইসি) জনাব ডি, এম, হাসিবুল বেনজীর ও ডা. মো: নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক, বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী।