শাহ্ সোহানুর রহমানঃ রাজশাহীর পুঠিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোববার ( ২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিড়ালদহ এলাকায় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বদিউজ্জামান বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তি ফাউন্ডেশনের সভাপতি, এডভোকেট মামুনুর রশিদ জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, গোলাম কিবরিয়া মুকুল, যুব মৈত্রী রাজশাহী জেলার সহ-সভাপতি, ইমতিয়াজ বকুল। অতিথিবৃন্দ প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।
এসময়, পুঠিয়া উপজেলা যুব মৈত্রী সাংগঠনিক সম্পাদক ইমন, দপ্তর সম্পাদক শাহরিয়ার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনায়েদ ও বানেশ্বর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাবলু সরকার প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ( রোববার ) সকাল থেকে সারাদিন বিভিন্ন ধরনের খেলা-ধুলা করানো হয়। পরে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তি ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট মামুনুর রশিদ জন বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মননকে প্রসারিত করে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার গুণগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অর্জন করা যায়।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছেলে-মেয়েদের মনোযোগের সাথে লেখা-পড়া করতে হবে৷ মাদক থেকে দূরে থাকতে হবে। আর সর্বদা বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করতে হবে। যেনো একজন সৎ ও যৌগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে