নিজস্ব প্রতিবেদক : আজ গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল ( উফশী ) ও হাইব্রিড জাতের ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান।
বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মাননীয় সংসদ সদস্য রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ ও
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব অয়েজউদ্দিন বিশ্বাস,মেয়র গোদাগাড়ী পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগাড়ী উপজেলা শাখা ও
সভাপতিত্ব করেন জনাব মোঃ জানে আলম নির্বাহী অফিসার গোদাগাড়ী উপজেলা পরিষদ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মরিয়ম।