নিজস্ব প্রতিবেদক : প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে বাঘা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে জগ প্রতীকে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু ৬ হাজার ১৮৭ ভোট পেয়েছেন নৌকা প্রতীকে
বাঘা পৌর এলাকায় সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। সকালে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি । সকাল ১১ টার পর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
বাঘা পৌর কেন্দ্রের ভোটাররা প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে অনেক স্বচ্ছন্দ্যবোধ প্রকাশ করছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে এটি তারই উদাহরণ। ভোটারা পৌর সভার উন্নয়নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় বেশ আনন্দিত।
বাঘা পৌর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে ৫৮৪৬ ভোটের ব্যবধারে পরাজিত করে মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। এখানে মোট ভোটার সংখ্যা ছিল ৩১৬৬৯ জন।