-
সোনালী রাজশাহী ডেস্ক : দোড়গোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের নবম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে এক এক করে ফ্র্যাঞ্চাইজিগুলো অধিনায়কের নাম ঘোষণা করছে। গত আসরে অধিনায়ক নিয়ে তুলকালাম কাণ্ড ঘটানো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বুধবার নতুন অধিনায়কের নাম জানিয়েছে।
এ মৌসুমে চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম। নিজেদের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন দলটির কোচ রস উড। উড বলেন, ‘এবারের মৌসুমে আমাদের দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন শুভাগত।
২০১২ সাল থেকে বিপিএলে এখন পর্যন্ত ৮টি দলের হয়ে খেলেছেন শুভাগত। ৮ দলের হয়ে ৬৯ ম্যাচ খেলেছেন তিনি। গত এক দশকে এই অলরাউন্ডার রান করেছেন ৫৩৭, উইকেট নিয়েছেন ১৮টি। এবারের দলগুলো হলো: বরিশাল বার্নার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, খুলনা টাইটান্স, মিনিস্টার গ্রুপ ঢাকা, সিলেট রয়্যালস ও সিলেট সিক্সার্স।
শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন, ভিশ্ব ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, কার্টিস ক্যাম্পার, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, ম্যাক্স ও’দাউদ, উন্মুক চাঁদ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, ফরহাদ রেজা, তাউফিক খান, নিহাদুজ্জামান, উসমান খান, শাহনেওয়াজ দাহানি, আল আমিন জুনিয়র, দারউইস রাসুলি, ভিজয়াকান্ত, পুষ্পা কুমারা, খাওয়াজা নাফায় ও অভিষেক মিত্র।
ঢাকা
,
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
এ মৌসুমে চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম।
বিপিএল এর নবম আসরে অধিনায়কের নাম ঘোষণা করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- Reporter Name
- আপডেট সময় ০৮:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- ১৭১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ