ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার বর্তমান সমাজে মারাত্মক এক ব্যাধির নাম ইভটিজিং বরিশাল ও খুলনা দুই সিটি করপোরেশন নির্বাচনে  বিজয় নৌকার প্রার্থী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু রাজশাহী শ্রীরামপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের লাশ উদ্ধার অসহায় বৃদ্ধা আলেয়া পেলেন চোখ অপারেশনের টাকা তীব্র তাপপ্রবাহের পর গোদাগাড়ীতে দেখা মিললো সস্তির বৃষ্টি প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ মারা গেছেন দেড় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার নির্বাচনে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হবে: সিইসি
নিউজিল্যান্ডের ৪৪৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৪০৭ রানে দিন শেষ করেছে পাকিস্তান।

করাচি টেস্টে দলের শেষ ভরসা শাকিল অপরাজিত আছেন ১২৪ রানে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

সোনালী রাজশাহী ডেস্ক :  নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে অ্যাজাজ প্যাটেল ও ইশ সোদিদের স্পিন বিষে কাবু হয়েছে পাকিস্তান। অনবদ্য সেঞ্চুরিতে সৌদ শাকিল তৃতীয় দিন পার করলেও, এখনও ব্যাকফুটে রয়ে গেছে স্বাগতিকরা।

করাচি টেস্টে নিউজিল্যান্ডের ৪৪৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৪০৭ রানে দিন শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ৪২ রানে।

দলের শেষ ভরসা শাকিল অপরাজিত আছেন ১২৪ রানে। তার সঙ্গী আবরার আহমেদ ৯ বল মোকাবিলা করলেও কোনো রান তুলতে পারেননি। কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল নিয়েছেন ৩ উইকেট। অপর স্পিনার ইশ সোদির দখলে ২ উইকেট।

এর আগে বুধবার (০৪ জানুয়ারি) ৩ উইকেট হারিয়ে ১৫৪ রানে তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। উইকেটে ছিলেন আগের দিন ৭৪ রানে অপরাজিত থাকা ইমাম-উল-হক ও ১৩ রানে অপরাজিত থাকা শাকিল। দলের খাতায় ২৮ রান যোগ হতেই ইমাম-উল-হক টিম সাউদির বলে উইকেটরক্ষক টম ব্লানডেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৬৫ বলে ১০ চার ও এক ছক্কায় ৮৩ রানে থামে তার ইনিংস।

অপরপ্রান্তে অবশ্য কোনো বিপদ ঘটতে দেননি শাকিল। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দেন সরফরাজ আহমেদ। দুজনের জুটিতে পাকিস্তান যোগ করে ১৫০ রান। তাতে নিউজিল্যান্ডকে টপকে লিডের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু সরফরাজ উইকেট দিয়ে বসলেন ড্যারিল মিচেলকে। তার করা লেগ স্টাম্পের বাইরের বল বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন পাক উইকেটরক্ষক। ১০৯ বলে ১০ চারের মারে ৭৯ রান আসে সরফরাজের ব্যাট থেকে।

এরপর আরেক দফায় শাকিলকে সঙ্গ দেন আগা সালমান। তাদের ৫৩ রানের জুটিতে আঘাত হানেন প্যাটেল। কিউই স্পিনারের ঘূর্ণিতে পরাস্ত হওয়ার আগে সালমান করেন ৪১ রান। অপরপ্রান্তে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন শাকিল। তবে সালমানের বিদায়ের হাসান আলি, নাসিম শাহ কিংবা মীর হামজা খুব একটা সঙ্গ দিতে পারেননি শাকিলকে। মাত্র ১২ রানের ব্যবধানে প্যাটেল ও সোদির স্পিন বিষে কাবু হয়ে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের এ তিন টেইল এন্ডার।

আবরার অবশ্য কোনো রকম ৯টি বল মোকাবিলা করে পরের দিন পর্যন্ত পাকিস্তানের প্রথম ইনিংসের প্র্রাণ বাঁচিয়ে রেখেছেন। ৩৩৬ বলে ১৭ বাউন্ডারিতে ১২৪ রান করা শাকিল চতুর্থ দিনে তার ইনিংসটা কতটা বড় করতে পারেন সেটাই এখন দেখার পালা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার

নিউজিল্যান্ডের ৪৪৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৪০৭ রানে দিন শেষ করেছে পাকিস্তান।

করাচি টেস্টে দলের শেষ ভরসা শাকিল অপরাজিত আছেন ১২৪ রানে

আপডেট সময় ১০:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

সোনালী রাজশাহী ডেস্ক :  নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে অ্যাজাজ প্যাটেল ও ইশ সোদিদের স্পিন বিষে কাবু হয়েছে পাকিস্তান। অনবদ্য সেঞ্চুরিতে সৌদ শাকিল তৃতীয় দিন পার করলেও, এখনও ব্যাকফুটে রয়ে গেছে স্বাগতিকরা।

করাচি টেস্টে নিউজিল্যান্ডের ৪৪৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৪০৭ রানে দিন শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ৪২ রানে।

দলের শেষ ভরসা শাকিল অপরাজিত আছেন ১২৪ রানে। তার সঙ্গী আবরার আহমেদ ৯ বল মোকাবিলা করলেও কোনো রান তুলতে পারেননি। কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল নিয়েছেন ৩ উইকেট। অপর স্পিনার ইশ সোদির দখলে ২ উইকেট।

এর আগে বুধবার (০৪ জানুয়ারি) ৩ উইকেট হারিয়ে ১৫৪ রানে তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। উইকেটে ছিলেন আগের দিন ৭৪ রানে অপরাজিত থাকা ইমাম-উল-হক ও ১৩ রানে অপরাজিত থাকা শাকিল। দলের খাতায় ২৮ রান যোগ হতেই ইমাম-উল-হক টিম সাউদির বলে উইকেটরক্ষক টম ব্লানডেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৬৫ বলে ১০ চার ও এক ছক্কায় ৮৩ রানে থামে তার ইনিংস।

অপরপ্রান্তে অবশ্য কোনো বিপদ ঘটতে দেননি শাকিল। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দেন সরফরাজ আহমেদ। দুজনের জুটিতে পাকিস্তান যোগ করে ১৫০ রান। তাতে নিউজিল্যান্ডকে টপকে লিডের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু সরফরাজ উইকেট দিয়ে বসলেন ড্যারিল মিচেলকে। তার করা লেগ স্টাম্পের বাইরের বল বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন পাক উইকেটরক্ষক। ১০৯ বলে ১০ চারের মারে ৭৯ রান আসে সরফরাজের ব্যাট থেকে।

এরপর আরেক দফায় শাকিলকে সঙ্গ দেন আগা সালমান। তাদের ৫৩ রানের জুটিতে আঘাত হানেন প্যাটেল। কিউই স্পিনারের ঘূর্ণিতে পরাস্ত হওয়ার আগে সালমান করেন ৪১ রান। অপরপ্রান্তে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন শাকিল। তবে সালমানের বিদায়ের হাসান আলি, নাসিম শাহ কিংবা মীর হামজা খুব একটা সঙ্গ দিতে পারেননি শাকিলকে। মাত্র ১২ রানের ব্যবধানে প্যাটেল ও সোদির স্পিন বিষে কাবু হয়ে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের এ তিন টেইল এন্ডার।

আবরার অবশ্য কোনো রকম ৯টি বল মোকাবিলা করে পরের দিন পর্যন্ত পাকিস্তানের প্রথম ইনিংসের প্র্রাণ বাঁচিয়ে রেখেছেন। ৩৩৬ বলে ১৭ বাউন্ডারিতে ১২৪ রান করা শাকিল চতুর্থ দিনে তার ইনিংসটা কতটা বড় করতে পারেন সেটাই এখন দেখার পালা।