সোনালী রাজশাহী ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের। সিলেটের দ্বিতীয় ম্যাচ হলেও বরিশালের এটিই প্রথম ম্যাচ এবারের আসরে।
আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল।
দুই দলের লড়াই ছাপিয়েও এই ম্যাচে চোখ থাকবে দুই দলের দুই অধিনায়ক মাশরাফি আর সাকিবের দিকে। দেশসেরা দুই ক্রিকেটারের লড়াই দেখার জন্য অপেক্ষায় রয়েছে এদেশের ক্রিকেটপ্রেমীরাও।
সিলেট চাইবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে আর বরিশাল চাইবে জিতেই বিপিএলের নতুন আসর শুরু করতে।