সোনালী রাজশাহী ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডে অসহায় দরিদ্রদের মাছে শীতবস্ত্র ৪০০ (চারশত ) কম্বল বিতরণ করেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল জাব্বার।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেল বেলায় ওয়ার্ড কাউন্সিলরের নিজস্ব কার্যালয় সিএনবি তালতলা এলাকায় এই শীতবস্ত্র দেন।
রাজশাহী অন্চলে বয়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাব। প্রতিদিনই অল্প করে কমছে দিনের সাধারণ তাপমাত্রা।
বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।এর আগে বুধবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলেছেন, বুধবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ যাপত। গতকালের চেয়ে বৃহস্পতিবারের তাপমাত্রা আরও কমেছে। রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে, তারপরও আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে রাস্তার লোকজনের চলাফেরাও কম। ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন এবারের শীত রাজশাহী অঞ্চলে খুব বেশী। এতে সাধারণ ও দু:স্থ মানুষ প্রচন্ড কষ্ট পাচ্ছে। যারা প্রকৃত গরীর, দু:স্থ শীতার্ত মানুষ তাদের তালিকা করে এই শীতবস্ত্র তুলে দিচ্ছি । মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছি, আগামীতে করে যাবো। তাদের ভোটে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছে। তাদের পাশে থাকা আমার কর্তব্য ।