সোনালী রাজশাহী ডেস্ক : মালয়েশিয়ায় কনটেইনার থেকে বাংলাদেশি কিশোরকে জীবিত উদ্ধার
চট্টগ্রাম বন্দর থেকে খালি কনটেইনারে করে আসা এক বাংলাদেশি কিশোর ৫ দিন পর মালয়েশিয়ায় উদ্ধার হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির সেলাঙ্গর প্রদেশের ক্লাং জেলার পোর্ট ক্ল্যাংয়ের ওয়েস্টপোর্টের একটি শিপিং কন্টেইনার থেকে তাকে জীবিত উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ।
মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি ইন্টিগ্রা জাহাজটি গত ১২ জানুয়ারি ১৩৩৭টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি মালয়েশিয়ার পোর্ট ক্লাং বন্দরের উদ্দেশে রওনা হয়। ঠিক ৪ দিনের মাথায় অর্থাৎ ১৭ জানুয়ারি জাহাজটি পোর্ট ক্লাং বন্দরের বহির্নোঙরে পৌঁছালে বন্দরের একজন কর্মী খালি কনটেইনারের মধ্যে শব্দ শুনতে পান। তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে পোর্ট ক্লাং বন্দর কর্তৃপক্ষকে জানালে ১৭ জানুয়ারি জাহাজটি জেটিতে ভেড়ানোর অনুমতি দেন।
এরপর সন্দেহজনক কনটেইনার থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে দেশে পাঠানোর জন্য দেশটির ইমিগ্রেশন পুলিশ ডকুমেন্টেশন প্রক্রিয়ায় রয়েছে ধারণা করা হচ্ছে। জানা যায়, খুব দ্রুতই একই জাহাজে করে ওই কিশোরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে এখনো কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।