দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ঘাটতি মেটাতে ও রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো এলসি বা ঋণপত্র সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যার প্রভাব পড়েছে বন্দরগুলোয়। ফলে বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে আমদানি।
আমদানি করা খাদ্যদ্রব্যের ঘাটতি মেটাতে ও রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যাংকগুলো এলসি সুবিধা বাড়িয়েছে। এর প্রভাবে সার্বিকভাবে আমদানির পরিমাণ বেড়েছে। বেনাপোল বন্দরে আগে দিনে ৫০ ট্রাক এলেও, বর্তমানে গড়ে ১০০টির মতো ট্রাক আসছে।
এ বিষয়ে বেনাপোলের আমদানিকারকরা জানান, যেকোনো ধরনের খাদ্যদ্রব্য আমদানি করতে আমরা চাহিদা মোতাবেক এলসি করতে পারছি।
সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘নির্দেশনা মোতাবেক আমরা ব্যবসায়ীদের এলসি খোলার জন্য সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি।’
ভারত থেকে আমদানি করা খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, জিরা, আদাসহ বিভিন্ন ফল। বেনাপোল বন্দর দিয়ে রোববার (২২ জানুয়ারি) ভারত থেকে ৬৮টি ট্রাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়েছে।