সোনালী রাজশাহী ডেস্ক : আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩-এর দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে বাণিজ্যমন্ত্রী জানান রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে ডিসিদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে সতর্ক থাকবেন ডিসিরা। এছাড়া রমজানে নিয়মিত নিত্যপণ্যের বাজার মনিটরিং করা হবে।
এ সময় ডিসিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা (ডিসিরা) সরকারের হাত। আপনারা সরকারের সব পদক্ষেপ বাস্তবায়ন করবেন।’ এছাড়া কেউ যাতে কারসাজি করে দাম বাড়ানোর সুযোগ নিতে না পারে, সে জন্য ডিসিদের শক্ত অবস্থান নেয়ার আহবান জানান তিনি।
এদিকে, বাণিজ্য প্রসারে ডিসিদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে টিপু মুনশি বলেন, কোরবানির সময় পশুর চামড়ার দাম নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়েও ডিসিদের সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন।