সোনালী রাজশাহী ডেস্ক : র্যাব-৫, এর অভিযানে নাচোলে ভূয়া এনজিও’র মূলহোতা সহ ৬ জন গ্রেফতার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল
২৪ জানুয়ারি রাত ৯ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ সুফিয়ান বিদ্যা নিকেতন এন্ড প্রাইভেট হোম জনৈক মাইনুল ইসলাম এর ১তলা বিশিষ্ট বিল্ডিং ঘরে অভিযান পরিচালনা করে।
বিসিফ এর অফিস রুম হতে বিসিফ সংস্থায় মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা ও ম্যানেজারসহ ৬ সদস্যকে আটক করে র্যাব-৫।
উক্ত অভিযানে, ভূয়া পাশ বই-৫০০ পিচ, ভূয়া সীল-১০ টি, চেক/লোন রেজিষ্টা-১৪টি, ব্লাংক চেক-২০০ টি, আইডি কার্ড-০৪টি, মোবাইল ফোন-০৭টি এবং সীমকার্ড-১০ টিসহ আসামী মোঃ ইব্রাহিম (৩৭) (ম্যানেজার ও মূলহোতা), পিতা-হাজী মোঃ জাকারিয়া, সাং- খলশি, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ,মোঃ রায়হান উদ্দিন (৩০), (শাখা ৫ ব্যবস্থাপক) পিতা-মৃত খলিলুর রহমান, সাং-জাহানাবাদ, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী মোঃ আতিকুর রহমান (২৫) (ক্যাশিয়ার), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং- গাছপুকুর, মোঃ ফরহাদ হোসেন (৩১) (মাঠ কর্মী), পিতা-মোঃ ইসরাইল হোসেন, সাং-মুরাদপুর, মোঃ শাহ আলম (২৪) (মাঠ কর্মী), পিতা-মোঃ আব্দুল হানিফ, সাং- মাধবপুর, মোঃ রেজাউল করিম (২৪) (মাঠ কর্মী) পিতা-মোঃ মতিউর রহমান, সাং- খেসবা সর্ব থানা নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত প্রতারক দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।