সোনালী রাজশাহী খেলাধুলা : আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সিলেটের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব।
সিলেট নিজেদের মাঠে শীর্ষস্থানটা মজবুত করার লক্ষ্য নিয়ে খেলবে। মাশরাফী বিন মোত্তর্জার নেতৃত্বে শীর্ষে থাকা সিলেট চায় জয়ের ধারা অব্যাহত রাখতে। আর টেবিলের চার নম্বরে থাকা রংপুরও মরিয়া জয় পেতে।
মাশরাফীর নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।