সোনালী রাজশাহী ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় রানী খাতুন (২৬) নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
রানী খাতুন ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি রাজশাহী পটিয়ার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের রাহিম মুন্সির স্ত্রী এবং এক সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ৯ বছর আগে রানী খাতুনের সঙ্গে ব্যবসায়ী রাহিম মুন্সির বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। এক মাস আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকে রানী খাতুন ও তার স্বামীর মনোমালিন্য হয়।
গত ৪ ফেব্রুয়ারি রানীর স্বামী সন্তানকে রেখে তাকে তাড়িয়ে দিলে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকে রানীকে তার স্বামী মোবাইল ফোনে নানাভাবে মানসিক নির্যাতন করা শুরু করেন। এর এক পর্যায়ে আজ দুপুরে মাটির ঘরের দ্বিতীয় তালায় তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে স্বামী রাহিম মুন্সির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টির সত্যতা স্বীকার করে আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান।