সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সাহিত্য ও সংস্কৃতির বাহন হচ্ছে ভাষা। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন সমান তালে চলছে। আর বর্তমানে যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে আমাদের মেধা এবং মননে আধুনিক হতে হবে। ধর্মের আড়ালে উগ্রতা, ধর্মের অপব্যাখ্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সাহিত্য মেলায় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ছাড়া কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের জন্য এমন মিলনমেলার আয়োজন করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
সাহিত্য মেলায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. আজিজুর রহমান সুলতান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ প্রমুখ।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দুদিনব্যাপীর এই সাহিত্য মেলা চলবে আগামীকাল রোববার পর্যন্ত। এতে চাঁদপুরের শিল্প ও সাহিত্য অঙ্গনের মানুষজন যোগ দিয়েছেন।