- সোনালী রাজশাহী ডেস্ক : সাতদিন পর তিন শিশুকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের আদিয়ামান, হাতেই ও কারামানমারাস থেকে শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্যদিয়ে এদের উদ্ধার করা হয়, যাদের বয়স ৫ থেকে ১৩ বছর মধ্যে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সাতদিনের শ্বাসরুদ্ধকর অভিযানের পর হাতেই প্রদেশের আন্তাকিয়া শহরে এক ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রথমে ১৩ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়। কিশোশের নাম ‘কান’ বলে জানা গেছে।
তাকে উদ্ধারের পরপরই করতালির মধ্যদিয়ে উল্লাস প্রকাশ করেন উদ্ধারকর্মীরা। একটানা সাতদিন খাবার ও পানি ছাড়া কীভাবে সে বেঁচে ছিল তা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন অনেকে। এ ঘটনাকে অলৌকিক বলে মনে করছেন খোদ উদ্ধারকর্মীরা। উদ্ধারের পরপরই কানকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একই দিনে, দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেক শহর আদিয়ামান থেকে ছয় বছর বয়সী এক শিশুকে বিস্ময়করভাবে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। একই স্থানে আটকাপড়া ওই শিশুর বড় বোনকেও জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এছাড়াও, এদিন কারামানমারাসে দশ বছর বয়সী আরও এক শিশুকে জীবিত উদ্ধারের খবর জানিয়েছে আল-জাজিরা।
ঢাকা
,
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
তুরস্কে সাতদিন পর তিন শিশুকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার
- সোনালী রাজশাহী ডেস্ক
- আপডেট সময় ১১:৫৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- ১৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ