পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় গন্ডগোহালী জামালগঞ্জ পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে তিনি ওই কাজের উদ্বোধন করেন।
মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধনের আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। শুকরানা আদায় মোনাজাতেরপর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মসজিদ কমিটির সকল সদস্যগন এতে অংশ নেন।