শাহ্ সোহানুর রহমান, রাজশাহী : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মোহা: আবু বাককার-এর নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীগণ ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার রাজশাহীর ভূবণ মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের স্মরণে বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাস বর্ণমালা, ব্যানার দিয়ে সাজানো হয়।
সূর্যদয়ের সাথে সাথে বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।