২০১৫ সালে রনি জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বিপিএলে তার পারফরমেন্সের কারণে। সেবার রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৪২৫ রান করেছেন এই ওপেনার। এবারও বিপিএলে ভালো পারফর্ম করেই দলে জায়গা করে নিয়েছেন রনি তালুকদার।
দীর্ঘ ৮ বছর পর দলে ডাক পেলেন রনি তালুকদার
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ হারের পরই প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে বেশকিছু চমক রেখেছে বিসিবি। তবে সবাইকে অবাক করে দীর্ঘ ৮ বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন রনি তালুকদার।
এদিকে গত মাসে শেষ হওয়া বিপিএলে দারুণ খেলেছেন হৃদয়, তানভির ও রাজা। ব্যাটিং অলরাউন্ডার হৃদয় টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৩ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪০৩ রান। জাতীয় দলে ডাক পেয়ে মূলত তার ফল পেলেন ২২ বছর বয়সি তারকা। অন্য দুজনের ক্ষেত্রে অবশ্য একই কথা প্রযোজ্য।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ৯ মার্চ। শেষ হবে ১৪ মার্চ।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান, শামিম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভির ইসলাম