সোনালী রাজশাহী ডেস্ক : বৃহস্পতিবার (২মার্চ) বিকালে নড়াইলের দিঘলিয়ায় আয়োজিত ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ সমাবেশে মাশরাফী বলেন, ‘আমরা যাই করি না কেন, সেটা আইনানুগভাবেই করতে হবে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’ এ সময় তিনি মাদকের প্রতি জিরো টলারেন্সের কথা বলেন।
বিপিএল শেষ করে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ শিরোনামে জবাবদিহিতামূলক কর্মসূচি নিয়ে আবারো রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন মাশরাফী। এই কর্মসূচির আওতায় নিজ নির্বাচনি এলাকার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে জনসাধারণের মুখোমুখি হচ্ছেন ‘ক্যাপ্টেন মাশরাফী’। তার এই ব্যতিক্রমী উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে। বিপিএলের কারণে গত দুই মাস এ কর্মসূচিতে বিরতি চলছিল।
এদিকে বৃহস্পতিবার মাশরাফীর দিঘলিয়া ইউনিয়নে আসার খবরে স্থানীয়দের মধ্যে উৎসব আমেজের সৃষ্টি হয়। অনুষ্ঠানে দিঘলিয়া ইউনিয়ন ছাড়াও এর আশাপাশের বিভিন্ন এলাকা থেকে নারীপুরুষ নির্বিশেষে মানুষের ঢল নামে। সমাবেশে উপস্থিত জনতার নানা প্রশ্ন, প্রস্তাবনা, দাবি দাওয়ার কথা উঠে আসে। এসময় রাস্তাঘাট-ব্রিজ, খেলার মাঠ, গ্রামীণ অবকাঠামো, মাদক, জনপ্রতিনিধিদের দুর্নীতিসহ আর্থসামজিক অবস্থার উন্নয়নের নানা দাবির কথাও শোনেন মাশরাফী।
সর্বশেষে জনতার মাঝ থেকে উঠে আসা প্রতিটি সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন মাশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়াম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ