ঐতিহাসিক ৭ই মার্চ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের শ্রদ্ধা
আজ ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। দিবসটি উপলক্ষ্যে আজ পূর্বাহ্ণে রাজশাহী গোদাগাড়ী উপজেলা পরিষদ
(বঙ্গবন্ধু চত্বর) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন গোদগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম।
মোহাম্মদ আনোয়ার হোসেন ইন্সপেক্টর (তদন্ত ) গোদাগাড়ী মডেল থানাসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
১৯৭১ সালের ৭ মার্চ তিনি তৎকালীন রেসকোর্স ময়দানের জনসভায় দেয়া ভাষণে জনগণকে যে দিকনির্দেশনা দিয়েছিলেন, জনগণকে যেভাবে একতাবদ্ধ করেছিলেন, উদ্বেলিত করেছিলেন, তা মানব জাতির সমগ্র ইতিহাসে বিরল।
৭ মার্চ, ১৯৭১ সাল দিনটি ছিল শোষণের শেকলে অবরুদ্ধ বাঙ্গালির মুক্তির পথ খুলে দেয়ার দিন। একদিকে দিনটি মুক্তিকামী বাঙ্গালিকে যেমন উজ্জীবিত করেছিল মুক্তির জন্য, তেমনি সূচনা ঘটিয়েছিল পাকিস্তানিদের পতনের।