ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার বর্তমান সমাজে মারাত্মক এক ব্যাধির নাম ইভটিজিং বরিশাল ও খুলনা দুই সিটি করপোরেশন নির্বাচনে  বিজয় নৌকার প্রার্থী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু রাজশাহী শ্রীরামপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের লাশ উদ্ধার অসহায় বৃদ্ধা আলেয়া পেলেন চোখ অপারেশনের টাকা তীব্র তাপপ্রবাহের পর গোদাগাড়ীতে দেখা মিললো সস্তির বৃষ্টি প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ মারা গেছেন দেড় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার নির্বাচনে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হবে: সিইসি

ঐতিহাসিক ৭ মার্চ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজশাহী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

 

নিজস্ব প্রতিবেদক:  আজ সোমবার (০৭ মার্চ) সকাল ০৯:৩০ ঘটিকয়া রাজশাহী জেলা পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব এ, বি, এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতাপ্রিয়, মুক্তিকামী, মানুষের কাছে ছিল উদ্দীপনাদায়ী ও যুদ্ধজয়ের জন্য অনুপ্রেরণামূলক এক লক্ষ্যভেদী নির্দেশনা। ৭ই মার্চের ভাষণে বাঙ্গালির ওপর পাকিস্তানি সেনা শাসকদের পরিচালিত শোষণ, নির্যাতন ও বঞ্চনার ইতিহাস তুলে ধরা হয়েছে।

পুরো ভাষণটি পর্যালোচনা করলে দেখা যায় যে, তিনি বাঙালি জাতির মুক্তির সংগ্রামের জন্য একটি ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ইতিহাসকে জাতির সামনে তুলে ধরেছেন এবং মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। পাশাপাশি আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য ছাত্র-যুবক, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা ও পেশাজীবীদের সংগঠিত হওয়ার জন্যে উদ্দীপিত করেছেন।

গরিব ও সাধারণ মানুষের সার্বিক পরিস্থিতিকে আমলে নিয়ে তিনি তার আন্দোলনের রূপরেখা দিয়েছেন। জনগণের জান মালের নিরাপত্তা, সার্বিক আয় রোজগার- বিশেষ করে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, বেতন ভাতা যাতে নিশ্চিত হয়, সেই দিকটাও তিনি ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

 

এ সময় আরও  উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার

ঐতিহাসিক ৭ মার্চ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজশাহী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আপডেট সময় ১১:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক:  আজ সোমবার (০৭ মার্চ) সকাল ০৯:৩০ ঘটিকয়া রাজশাহী জেলা পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব এ, বি, এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতাপ্রিয়, মুক্তিকামী, মানুষের কাছে ছিল উদ্দীপনাদায়ী ও যুদ্ধজয়ের জন্য অনুপ্রেরণামূলক এক লক্ষ্যভেদী নির্দেশনা। ৭ই মার্চের ভাষণে বাঙ্গালির ওপর পাকিস্তানি সেনা শাসকদের পরিচালিত শোষণ, নির্যাতন ও বঞ্চনার ইতিহাস তুলে ধরা হয়েছে।

পুরো ভাষণটি পর্যালোচনা করলে দেখা যায় যে, তিনি বাঙালি জাতির মুক্তির সংগ্রামের জন্য একটি ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ইতিহাসকে জাতির সামনে তুলে ধরেছেন এবং মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। পাশাপাশি আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য ছাত্র-যুবক, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা ও পেশাজীবীদের সংগঠিত হওয়ার জন্যে উদ্দীপিত করেছেন।

গরিব ও সাধারণ মানুষের সার্বিক পরিস্থিতিকে আমলে নিয়ে তিনি তার আন্দোলনের রূপরেখা দিয়েছেন। জনগণের জান মালের নিরাপত্তা, সার্বিক আয় রোজগার- বিশেষ করে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, বেতন ভাতা যাতে নিশ্চিত হয়, সেই দিকটাও তিনি ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

 

এ সময় আরও  উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।