সোনালী রাজশাহী নিউজ: রাজধানী গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেছেন,
‘যখন বিস্ফোরণ হয়েছিল— তখন মার্কেটটি চালু ছিল। মার্কেটের ব্যবসায়ীরা ছিল, তাদের দোকান খোলা ছিল। কর্মচারীরা ছিল এবং ক্রেতারা ছিল। এজন্য আমরা বলতে পারছি না, এখনও কত জন ভেতরে রয়েছে। আমরা আমাদের উদ্ধার অভিযান চালাবো। তার আগে এটিকে স্টেবল করতে হবে। ভবনের কলামগুলো ভেঙে গিয়েছে, সেগুলো স্টেবল করতে হবে। আমরা এখনও বলতে পারছি না, কী কারণে এ বিস্ফোরণ হয়েছে।’