সোনালী রাজশাহী ডেস্ক : বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টায় ধুনট উপজেলার চকমেহেদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার চকমেহেদী গ্রামের মৃত ছমের উদ্দিন মন্ডলের ছেলে মো. হাবিব মন্ডল (৫০), বানিয়াগাঁতী গ্রামের মো. মোতাহার হোসেনের ছেলে মো. আব্দুস সাত্তার (৪৫) ও কুড়িগ্রাম জেলার চরযাত্রাপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. এরশাদুল (২৫)।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ধুনট উপজেলার চকমেহেদী গ্রামের মৃত ছমের উদ্দিন মন্ডলের ছেলে মো. হাবিব মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় হাবিবসহ তার সাথে থাকা আরও দুইজনের কাছ থেকে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের সদস্য এসআই আলী আজম বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। পরে