ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার বর্তমান সমাজে মারাত্মক এক ব্যাধির নাম ইভটিজিং বরিশাল ও খুলনা দুই সিটি করপোরেশন নির্বাচনে  বিজয় নৌকার প্রার্থী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু রাজশাহী শ্রীরামপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের লাশ উদ্ধার অসহায় বৃদ্ধা আলেয়া পেলেন চোখ অপারেশনের টাকা তীব্র তাপপ্রবাহের পর গোদাগাড়ীতে দেখা মিললো সস্তির বৃষ্টি প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ মারা গেছেন দেড় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার নির্বাচনে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হবে: সিইসি

বিকেলে ময়মনসিংহে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সোনালী রাজশাহী ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। বিকেলে সার্কিট হাউস মাঠ থেকে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন । সেখানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিকেলে ভাষণ দেবেন তিনি।

মাত্র এক যুগ আগেও আর দশটা সাধারণ জেলার মতোই চিত্র ছিল ময়মনসিংহের চিত্র। কিন্তু এ মহানগরীকে বিভাগীয় সদরে রূপান্তর, রাজধানীর সঙ্গে সুপ্রশস্ত চার লেনের সড়ক যোগাযোগসহ, শিক্ষাবোর্ডের মতো গুরুত্বপূর্ণ অনেক কিছুই বাস্তবায়ন হয়েছে ব্রহ্মপুত্র বিধৌত এ অঞ্চলের।

শুধুই কী যোগাযোগ অবকাঠামো। ময়মনসিংহ ঘিরে বৃহত্তর উন্নয়ন পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের পথে। হালুয়াঘাট উপজেলার ২টি স্থলবন্দর গোবরাকুড়া ও কড়ইতলী প্রস্তুত হয়েছে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে। এ দুটি স্থাপনা চালু হলে নতুন করে গতি পাবে এ এলাকাসহ পুরো দেশের অর্থনীতি।

যার হাত ধরে উন্নয়নের মাধ্যমে চিত্র বদলে গেছে এ জনপদের, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পাঁচ বছর বিকেলে ময়মনসিংহ যাচ্ছেন। তাই ব্যানার-ফেস্টুনে সেজেছে মহানগরীর অলিগলি। স্থানীয় সার্কিট হাউস মাঠে তিনি ভাষণ দেবেন জনসভায়। জনসভা থেকে এ অঞ্চলের জন্য শতাধিক প্রকল্প উপহার দেবেন তিনি।

শেখ হাসিনার এ জনসভায় রেকর্ডসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশ নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গ, সুনামগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের মানুষ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসাসেবার সুবিধা ভোগ করছে। ময়মনসিংহকে বিভাগ ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণসহ শিক্ষাবোর্ড স্থাপন ও পুরনো ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের দাবি ছিল ময়মনসিংহবাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর এসব দাবিও পূরণ করেছেন।

ময়মনসিংহবাসী দৃশ্যমান এসব উন্নয়নের সুফল এখন ভোগ করছেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর সব দাবি পূরণ করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবেন দলীয়প্রধান শেখ হাসিনা; এমনটাই আশা তৃণমূল আওয়ামী লীগের।

বিকেলে সাকির্ট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি এ সময় ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৭৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার

বিকেলে ময়মনসিংহে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

সোনালী রাজশাহী ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। বিকেলে সার্কিট হাউস মাঠ থেকে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন । সেখানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিকেলে ভাষণ দেবেন তিনি।

মাত্র এক যুগ আগেও আর দশটা সাধারণ জেলার মতোই চিত্র ছিল ময়মনসিংহের চিত্র। কিন্তু এ মহানগরীকে বিভাগীয় সদরে রূপান্তর, রাজধানীর সঙ্গে সুপ্রশস্ত চার লেনের সড়ক যোগাযোগসহ, শিক্ষাবোর্ডের মতো গুরুত্বপূর্ণ অনেক কিছুই বাস্তবায়ন হয়েছে ব্রহ্মপুত্র বিধৌত এ অঞ্চলের।

শুধুই কী যোগাযোগ অবকাঠামো। ময়মনসিংহ ঘিরে বৃহত্তর উন্নয়ন পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের পথে। হালুয়াঘাট উপজেলার ২টি স্থলবন্দর গোবরাকুড়া ও কড়ইতলী প্রস্তুত হয়েছে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে। এ দুটি স্থাপনা চালু হলে নতুন করে গতি পাবে এ এলাকাসহ পুরো দেশের অর্থনীতি।

যার হাত ধরে উন্নয়নের মাধ্যমে চিত্র বদলে গেছে এ জনপদের, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পাঁচ বছর বিকেলে ময়মনসিংহ যাচ্ছেন। তাই ব্যানার-ফেস্টুনে সেজেছে মহানগরীর অলিগলি। স্থানীয় সার্কিট হাউস মাঠে তিনি ভাষণ দেবেন জনসভায়। জনসভা থেকে এ অঞ্চলের জন্য শতাধিক প্রকল্প উপহার দেবেন তিনি।

শেখ হাসিনার এ জনসভায় রেকর্ডসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশ নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গ, সুনামগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের মানুষ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসাসেবার সুবিধা ভোগ করছে। ময়মনসিংহকে বিভাগ ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণসহ শিক্ষাবোর্ড স্থাপন ও পুরনো ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের দাবি ছিল ময়মনসিংহবাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর এসব দাবিও পূরণ করেছেন।

ময়মনসিংহবাসী দৃশ্যমান এসব উন্নয়নের সুফল এখন ভোগ করছেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর সব দাবি পূরণ করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবেন দলীয়প্রধান শেখ হাসিনা; এমনটাই আশা তৃণমূল আওয়ামী লীগের।

বিকেলে সাকির্ট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি এ সময় ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৭৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।