বিসিএস কর্মকর্তাদের জন্য ‘ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। যা গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের সমবায় অধিদফতর থেকে নিবন্ধন পেয়েছে।
রাজধানীর গ্র্যান্ড প্রিন্স হোটেলে মিলিত হন সংগঠনের সদস্যরা।
রোববার (১২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (১১ মার্চ) রাজধানীর শ্যামলীর গ্র্যান্ড প্রিন্স হোটেলে নতুন এ সংগঠনটির মিলনমেলার আয়োজন করা হয়। সংগঠনটির কার্যক্রমকে আরও বেগবান ও এগিয়ে নেয়ার উদ্দেশে সদস্য সংগ্রহ এবং নিবন্ধনপ্রাপ্তি উপলক্ষে আগ্রহী কর্মকর্তাদের সমন্বয়ে এ মিলনমেলা হয়।
অনুষ্ঠানে সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার (অতিরিক্ত সচিব), সমিতির সম্মানিত উপদেষ্টা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন ক্যাডার ও ব্যাচের শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতি থেকে সদস্যদের প্রত্যাশা ও এর চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করা হয় এবং সমিতির লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও প্রকল্প বিষয়ক প্রাথমিক তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
এই সংগঠনটি ক্যাডারভুক্ত কর্মকর্তাদের টেকসই আধুনিক আবাসন নির্মাণ এবং কল্যাণধর্মী বহুমুখী প্রকল্প বাস্তবায়নের উদ্দেশে কাজ করছে।