সোনালী রাজশাহী ডেস্ক : শাহিন ফকির একজন স্পেশাল মানুষ। শারিরীকভাবে প্রতিবন্ধী হলেও এই মানুষটি মাথা নোয়াবার নয়। নিজের ভরনপোষণটা চালান দোকান চালিয়ে। সেটি নিয়েই তার গর্ব। শাহিন ফকির বলেন, আমার মতো যারা প্রতিবন্ধী আছেন তারা অনেকেই ভিক্ষা করেন। কিন্তু, আমি ওসব পছন্দ করি না। আমি নিজে কর্ম করে খেতে চাই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, এজন্যই আমি কাজ করি। মানুষের কাছে হাত পাততে আমার খুব খারাপ লাগে।
শুধু এক নজর দেখার জন্য বরিশাল থেকে সিলেটে ছুটে গেছেন শাহিন ফকির নামে তামিম ইকবালের এক ভক্ত। তামিমও তাকে নিরাশ করেননি। সময় দিয়েছেন, দিয়েছেন খেলা দেখার টিকিট। আর এতেই মুগ্ধ ওই ভক্ত।
বাংলাদেশ ক্রিকেটের পাড় ভক্ত শাহিন। এর আগে কখনও মাঠে বসে খেলা দেখা হয়নি তার। তামিম ইকবালের কল্যাণে এবারই প্রথম মাঠে বসে দেখবেন বাংলাদেশের খেলা। শাহিন ফকির তার অনুভূতি জানিয়ে বললেন, আমি প্রথমবারের মতো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবো। আমার সাথে আরও ৫ জন আছেন। আমাদেরকে খেলা দেখার জন্য ৫টি টিকেট দিয়েছেন।
এমন সাহসী শাহিনরা ভালোবাসেন বলেই তামিম ইকবালরা খেলে যান। গুড়িয়ে দেন প্রতিপক্ষের সব দম্ভ।