কিশোরগঞ্জে নতুন ঘর পাচ্ছে আরও ৫৬৩ পরিবার
কিশোরগঞ্জে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে জমিসহ ৫৬৩টি নতুন ঘর পাচ্ছে গৃহহীন পরিবার। এর মধ্যে ৩২৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব ঘর উদ্বোধন করে উপকারভোগীদের কাছে জমির দলিল, নামজারি এবং সনদ হস্তান্তর করবেন।
রোববার (১৯ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো: আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, ঘর ও জমি নাই এমন হতদরিদ্র মানুষকে জমিসহ নতুন ঘর তৈরি করে দিচ্ছে সরকার। এ পর্যন্ত জেলায় ২৭৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬১৬টি, দ্বিতীয় পর্যায়ে ৬৩১টি ও তৃতীয় পর্যায়ে ৬৭৩টিসহ মোট ১৯২০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
তিনি জানান, এছাড়া এ প্রকল্পের আওতায় ব্যারাক হাউজ নির্মাণের মাধ্যমে জেলার ইটনা উপজেলার আড়ালিয়া ও মজলিশপুর আশ্রয়ণ প্রকল্পে ২৭০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
এদিকে, কিশোরগঞ্জ সদর, ভৈরব, পাকুন্দিয়া ও অষ্টগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে। এর আগে কটিয়াদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব). মো. নূরুজ্জামান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন