১৯৭১ সালের এইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানানদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীর ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে।
একাত্তেরর ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকান্ডই ছিল না, এটা ছিল মূলতঃ বিশ্ব সভ্যতার জন্য এক কলংকজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব
জি এস এম জাফর উল্লাহ।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল জলিল।
উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)
উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এবি এম মাসুদ হোসেন বিপি এম বার মহোদয় এবং আরএমপি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।