গোদাগাড়ী প্রতিনিধি : আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে।
রবিবার (২৬ মার্চ) ভোরে সূর্যদয়ের সাথে সাথে গোদাগাড়ী স্কুল মাঠে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
দৈনিক সোনালী রাজশাহী এর সর্বশেষ খবর পেতে Google News/ sonalirajshahi.com
আজ সময় পেরিয়েছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়েছে। মাথাপিছু আয়, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন, বেসরকারি খাতে বিনিয়োগ ও দেশজ উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবহার এবং সম্পদ উৎপাদন ও আহরণ দৃশ্যমানভাবে বেড়েছে।
স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’র দেশ আখ্যা দেওয়া হয়েছিল। স্বাধীনতার ৫০ বছর পর এসে দারিদ্র্য আর দুর্যোগের সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ। এ প্রাপ্তি নিয়েই এবারও জাতি স্বাধীনতা দিবস উদযাপন করেছ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান উপজেলা পরিষদ।
জনাব মোহাম্মদ জানে আলম নির্বাহী অফিসার গোদাগাড়ী উপজেলা পরিষদ।
জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, অফিসার ইন্চার্জ (ওসি) গোদাগাড়ী মডেল থানা।
ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা যুবলীগ উপস্থিত আরো নেতৃবৃন্দ।